আমি কি আমার বোনের স্বামীর মেয়েকে (যে আমার বোনের মেয়ে নয়) বিয়ে করতে পারি?
সমস্ত প্রশংসা আল্লাহর।
হ্যাঁ, এটি অনুমোদিত। কারণ তিনি নিম্নোক্ত আয়াতে বর্ণিত মাহরামের লিস্টে অন্তর্ভুক্ত নন (অর্থের ব্যাখ্যা অনুসারে):
“তোমাদের জন্য নিষিদ্ধ (বিবাহের ব্যাপারে) হলঃ তোমাদের মাতাগণ, তোমাদের কন্যাগণ, তোমাদের বোনগণ, তোমাদের পিতার বোনগণ, তোমাদের মাতার বোনগণ, তোমাদের ভাইয়ের কন্যাগণ, তোমাদের বোনের কন্যাগণ, তোমাদের দুধ মাতাগণ যারা তোমাদের স্তন্য দান করেছেন, তোমাদের দুধ বোনগণ যারা ও তোমরা একই দুধ মাতার স্তন্য পান করেছ ...”
[সুরা আন-নিসা ৪: ২৩]
এখানের তালিকায় মাহরামদের মধ্যে “তোমাদের বোনের কন্যা ” বলা হয়েছে। আর আপনি যার কথা বলেছেন তিনি আপনার বোনের কন্যা নন। তাই, এক্ষেত্রে এই বিয়ে - রক্তের ভিত্তিতে, দুগ্ধদানের ভিত্তিতে অথবা বিবাহের কারণে সৃষ্ট সম্পর্কের ভিত্তিতে হারাম হবার কোন কারণ নেই।
এবং আল্লাহ সর্বাপেক্ষা ভাল জানেন।
ইসলামিক কোয়েশ্চেন & অ্যান্সার
শায়েখ মুহাম্মদ সালিহ আল-মুনাজ্জিদ