তার স্ত্রী মনে করে না যে নেকাব বাধ্যতামূলক, তার কি তাকে (স্ত্রী) এটা পরার জন্য চাপ দেয়া উচিত হবে?

আমি নেকাব সম্পর্কে অনেক ফতোয়া পড়েছি, এবং আমার কাছে অধিকাংশ স্কলারদের মতামত অনুযায়ী এটা বাধ্যতামূলক বলে মনে হয়েছে। অনান্য স্কলারদের মতানুসারে আমার স্ত্রী আমাকে বোঝাতে চাচ্ছে যে এটা পরা ভালো, তবে বাধ্যতামূলক নয়। সে বলেছে আল্লাহ চাইলে সে ভবিষ্যতে নেকাব পরতেও পারে। আল্লাহর রহমতে আমার স্ত্রী মোটামুটি ধর্মভীরু। আমার প্রশ্ন হলোঃ আমি কি তাকে নেকাব পরার জন্য চাপ দেব নাকি শুধু উপদেশ দিয়ে এটা তার উপরই ছেড়ে দেব?

সমস্ত প্রশংসা আল্লাহর

ইসলামিক স্কলারদের দুই ধরণের মতামতের মধ্যে অধিকতর যুক্তিসঙ্গত মতানুসারে নারীদেরকে মাহরাম ব্যতীত অন্য পুরুষদের সামনে মুখমন্ডল ঢেকে রাখতেই হবে। এ বিষয়ে প্রশ্ন নং ১১১৭৪ এ বিস্তারিত আলোচনা করা হয়েছে।

যেসব ফুকাহা মুখমন্ডলকে আওরাহ মনে করেন না তারাও মনে করেন যে যদি বিশৃঙ্খলা কিংবা ব্যভিচারের আশংকা থাকে তবে অবশ্যই মুখ ঢাকতে হবে।

স্বামীদেরকে আদেশ প্রদান করা হয়েছে তাদের পরিবারকে রক্ষা করতে এবং পরিবারের সদস্যদের হারাম সম্পর্কে সতর্ক করে দিতে। এজন্য তার প্রাণপনে চেষ্টা করা উচিত তার স্ত্রীকে মুখমন্ডল ঢেকে রাখাতে উৎসাহিত করা। যদি তার স্ত্রী এটি প্রত্যাখান করে তবে তার উচিত তা করতে তাকে চাপ দেয়া এবং স্ত্রীর উচিত তাকে মান্য করা। কারণ তার স্বামী তাকে এমন কিছু করতে বলছে যেটা তার স্ত্রীর মতে ইচ্ছামূলক এবং সে এটাকে হারামও মনে করে না। তাই স্বামীর সম্মান রক্ষার্থে স্ত্রীর এটা পরাই উচিত।

৯৭১২৫ নং প্রশ্নের উত্তরে আমরা আলোচনা করেছি কিভাবে দম্পতিদের স্কলারদের মধ্যে মতের ভিন্নতা আছে এরূপ বিষয়ের মধ্যে সঠিকটি বিবেচনা করতে হয়। সেখানে আমরা যা বলেছি তা হলোঃ যেসব বিষয় স্ত্রীদের জন্য আইনসম্মত, স্বামীদের অধিকার আছে তাদের স্ত্রীদের তা করা থেকেও বিরত রাখার অথবা তাকে তার নিজের মতামত অনুসরণ করানোর, যদি তিনি(স্বামী) মনে করেন এটি হারাম এবং তাকে(স্ত্রী) অবশ্যই তার স্বামীর মতামতকে গ্রহণ করতে হবে যদি তার কর্মকান্ড তার স্বামীর ক্ষতি করে অথবা তাকে আবমাননা অথবা অপমান করে। উদাহরণস্বরূপ, মুখমন্ডল ঢেকে রাখা সম্পর্কে স্কলারদের ভিন্ন মতামত রয়েছে, কিন্তু এমন কেউ নেই যিনি মনে করেন মুখমন্ডল ঢেকে রাখা হারাম। যদি তিনি(স্ত্রী) মনে করেন মুখমন্ডল ঢেকে না রাখা বৈধ তার(স্বামী) অধিকার আছে তাকে(স্ত্রী) তার মুখমন্ডল মাহরাম পুরুষ ব্যতীত অন্য পুরুষদের দেখানো থেকে বিরত রাখার। তার(স্বামী) অধিকার আছে তাকে(স্ত্রী) মুখমন্ডল ঢেকে রাখা বাধ্যতামূলক এই মতামত অধিকতর সঠিক বলে তা মেনে চলানোর এবং স্ত্রীর অধিকার নেই স্বামীর মতামতের বিরূদ্ধে যাবার। তিনি তার প্রভুকে মেনে চলার জন্য তার স্বামীকে মেনে চলেছেন এবং অধিকতর পর্দা করেছেন এ কারণে তাকে আখিরাতে পুরুষ্কৃত করা হবে।

তাছাড়া আমরা মনে করি, মুখমন্ডল ঢাকা ব্যতীত কি স্ত্রীদের পুরুষের স্থিরভাবে একদৃষ্টিতে তাকিয়ে থাকা হতে রক্ষা করতে পারে? এটা সবাই জানে মুখমন্ডল সকল সৌন্দর্যের কেন্দ্রবিন্দু এবং ফিতনার উৎসস্থল। মুখমন্ডলের দিকেই মানুষ প্রথম স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। যদি কোন মেয়ে মনে করে এটি মুস্তাহাব এবং বাধ্যতামূলক নয় তাদের বলতে হয় মুস্তাহাব পালনে কোনো অন্যায় নেই বরং তা একজন মানুষকে তার প্রভুর কাছাকাছি নিয়ে আসে। সেইসাথে যদি তা আপনার স্বামীকে সন্তুষ্ট করে এবং আপনাকে অধিকতর বিশ্বাসী নারীগণের যেমনঃ মহানবী (সাঃ) এর ও সাহাবীগপণের স্ত্রীদের সদৃশ করে তবে ক্ষতি কী।

সকল বিশ্বাসী নারীদের নিজেদের এভাবে আবৃত করতে উৎসাহিত হওয়া উচিত, এবং এটি ত্বরান্বিত করা উচিত। সেই সাথে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করা উচিত যে তিনি তার স্বামীকে তাকে এটি করতে উৎসাহিত করার তৌফিক দান করেছেন।

আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি তিনি যেন আমদের তিনি যা ভালবাসেন ও সন্তুষ্ট হন তেমনি কাজ করার তৌফিক দান করেন।

এবং আল্লাহ সর্বাপেক্ষা ভাল জানেন

বিশেষ দ্রষ্টব্যঃ

এই নোটটি www.islam-qa.com নামক সাইট হতে অনুবাদ করা হয়েছে মূল নোটটি এই লিংকে পাওয়া যাবে।