অমুসলিমদের প্রতি সালাম দেয়ার বিধান

প্রশ্নঃ
আসসালামুয়ালাইকুম।
অমুসলিম বন্ধুদের প্রতি আলহামদুলিল্লাহ,জাযাকাল্লাহ ইত্যাদি বলা কি সঠিক?


উত্তরঃ


আসসালামুয়ালাইকুম
আমরা প্রত্যাশা করি এই জবাব আপনাকে সর্বোত্তম স্বাস্থ্য ও ঈমানের নিকট নিয়ে যাবে
আমীন, ইনশাল্লাহ

অমুসলিমদের মধ্যে আলহামদুলিল্লাহ বলা সঠিক তবে তাদেরকে সালাম কিংবা জাযাকাল্লাহ বলা থেকে বিরত থাকা উত্তম কারণ, এগুলো দুআ হিসেবে অন্যকে বলা হয়ে থাকে একজন অমুসলিমের প্রতি একজন মুসলিম শুধু এই বলে দুআ করতে পারে, আল্লাহ তায়ালা যেন তাকে সঠিক পথ এবং হিদায়াত দান করেন

উত্তম চরিত্র প্রকাশের জন্য একজন মুসলিম একজন অমুসলিমকে এই বলে সম্ভাষণ জ্ঞাপন করতে পারে, “আল্লাহ তায়ালা আপনাকে সততা ও সঠিক পথ দান করুন” আর জাযাকাল্লাহ বলার পরিবর্তে “ধন্যবাদ” বলে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে

আর আল্লাহ সর্বাপেক্ষা ভাল জানেন

ফেসবুক গ্রুপঃ Niqab the face Veil থেকে সংগৃহীত।